গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালন

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ ডিসে ২০২২ ০৮:১২

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে ১২ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত র‌্যালি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংসদ কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংসদ কমান্ড কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

এছাড়া বক্তব্য দেন, সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলা সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা আখমল আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ