গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ ডিসে ২০২২ ০৮:১২

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য ইয়াবাসহ আখতার হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১২ ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বাজার রোডস্থ মেসার্স আখতার অটো পার্টস দোকান হইতে ৩৬ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
সে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলামের নেতৃত্বে এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আখতার হোসেনকে মঙ্গঁলবার (১৩ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ