নিজস্ব প্রতিবেদক:- বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল”প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”।
দিবসটির শুরুতে সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোরর্শেদ পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।