মানুষের কল্যাণে কাজ করছে সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি, জুড়ী
প্রকাশিত:সোমবার, ১২ ডিসে ২০২২ ১১:১২
জসিম উদ্দিন, মৌলভীবাজার, জুড়ী:- মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে মানুষই সবার আগে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। তবে বর্তমান সময়ে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তার পরও কিছু কিছু মানুষ আছে যারা সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত। সবচেয়ে উত্তম ও ভালো কাজ হচ্ছে মানুষকে রক্ত দানের মাধ্যমে সেবা দান করা। এই লক্ষ্যকেই সামনে রেখে কাজ করছে একঝাক তরুণ।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১০ জানুয়ারী ২০২২ সালে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান মুরাদ ও প্রধান পরিচালক আনোয়ার হোসেন আকাশের নেতৃত্বে গড়ে উঠে সেইফ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি।এই সোসাইটির মাধ্যমে মানুষকে বিনামূল্যে রক্তদান করা হয়।
বর্তমানে তারা আজ পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্য রক্তদান করেছে। মাত্র ১১ মাসে অনন্য এক কীর্তি অর্জন করেছে সংঘঠনটি। দেশের ৩০ জেলার ৩০০ জনের বেশি স্বেচ্ছাসেবী রক্তদান করছে এই সংঘঠনটির মাধ্যমে। এছাড়া বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়, দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহন করছে সংঘঠনটি।
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুর রহমান মুরাদ বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাড়ানো, মানুষকে সাহায্য করা। আমি এবং আমার সংঘঠনটি মানুষের পাশে দাড়াতে পারছে রক্তদানের মাধ্যমে মানুষের সেবা করছে বিধায় নিজেকে ধন্য মনে করছি। সারাজীবন মানুষের জন্য কাজ করে যাবো।প্রধান পরিচালক আনোয়ার হোসেন আকাশ বলেন রক্তদান একটি মহৎ কাজ।রক্তদান বা মানুষের পাশে দাড়াতে পারলে মনে একটা শান্তি আসে।আমরা বিনা মূল্য রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাড়াতে পারছি এটাই আমাদের সৌভাগ্য। আমাদের সংঘঠনের প্রত্যেকটি সদস্য অনেক যত্নবান। তাদের সৎ উদ্দেশ্যর কারণে আমরা এতটুকু এগোতে পেরেছি।
সংঘঠনের সদস্যদের মধ্যে মোঃ সাইফুর রহমান (সভাপতি), ইব্রাহী ম আলী (সহ- সভাপতি), মোঃ রফিকুল ইসলাম রকি (সাধারণ সম্পাদক), ওয়াসিম আকরাম শুভ( সিনিয়র সাধারণ সম্পাদক), মোঃ ইব্রাহীম আকন (সহ- সাধারণ সম্পাদক), মোঃ তানভীর আহমদ( সাংগঠনিক সম্পাদক), কে এম আবু সাইদ (সহ- সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ ইউসুফ (অর্থ সম্পাদক), মোঃ মোশাহিদ হোসেন (সহ- অর্থ সম্পাদক), মোঃ ইমন হাসান (প্রচার সম্পাদক), মোঃ মজিদ আহমেদ (সহ- প্রচার সম্পাদক), মোঃ আব্দুল্লাহ (তথ্য সম্পাদক), জুম্মান আহমদ( সহ- তথ্য সম্পাদক), সামিহা মুন (মহিলা বিষয়ক সম্পাদিকা), জান্নাতুল ফেরদৌস সুইটি (সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা), জান্নাতুন সীমা (সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা), আলী আরমান মোহাম্মদ ইয়াসিন (ধর্ম বিষয়ক সম্পাদক) প্রমুখ।