নগরীতে সিলেট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১২ ডিসে ২০২২ ১১:১২

সুরমাভিউ:-  দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর তেলিহাওর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক এম আর মুহিবের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সৌরভ জায়গিরদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারা দেশে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে।তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়ে এবং সরকারি সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।বিএনপি-জামায়াতের এসব নৈরাজ্য প্রতিরোধে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ছাত্রলীগ মাঠে রয়েছে।

বক্তারা আরও বলেন বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে। এই কমিটি ৩১টি ইউনিটের মধ্যে মাত্র ১১টি গঠন করতে পেরেছে। মেয়াদোর্ত্তীণ এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান বক্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ