আলহাজ্ব লাকি মিয়াকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

প্রকাশিত:সোমবার, ১২ ডিসে ২০২২ ০৯:১২

সুরমাভিউ:-  নিউহাম ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক দানবীর আলহাজ্ব লাকি মিয়া এক সংক্ষিপ্ত সফরে আজ সোমবার (১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর মাদরাসার হিফজ বিভাগের ছাত্র আবু উমামা, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য খোয়াজ আলী কয়েছ, বাউল হুশিয়ার ভান্ডারী, গাজী হাবিবুল্লাহ, বিবিয়ানার প্রকৌশলী মাওলানা আজিজুর রহমান, মৌলভীবাজার রায়পুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, শায়খুল হাদিস মাওলানা  আজিজুর রহমান জামালপুরী, বিনেন্দ্র নগর মাদরাসার শিক্ষক মোঃ আজিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক, অদুদ চৌধুরী, মাহমুদ মজুমদার, শাকিল আহমদ রাজ, মোঃ সোনা উল্লাহ, শেখ মনির উদ্দিন, দৈনিক সিলেট এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ছুরত আলী, বাগবাড়ী জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মোজাম্মেল হক, মুহতামিম জামেয়া মুফতী আবুল কালাম জাকারিয়া রহ. সিলেট, সাইফুর রহমান, অফজল হোসেন, তৌফিকুর রহমান হাবিব প্রমুখ।

পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন শায়খুল হাদিস মাওলানা আজিজুর রহমান জামালপুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ