শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য একসাথে মিলেমিশে কাজ করতে হবে : এড. রঞ্জন ঘোষ

প্রকাশিত:রবিবার, ১১ ডিসে ২০২২ ১০:১২

সুরমাভিউ:-  হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদিচ্ছায়, আন্তরিক প্রচেষ্টায় ও এলাকাবাসী সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে। সকল ছাত্র-ছাত্রীকে নৈতিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে নিজ মেধা ও মননশীলতা বিকাশের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের ধার উন্মোচন করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই হচ্ছে এই প্রতিষ্ঠানের লক্ষ্য। শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। তাহলেই এই বিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে পড়বে।

তিনি (১১ ডিসেম্বর) রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খছরুজ্জামান তাপাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আসফর আহমদ, শিক্ষানুরাগী সদস্য ও অধ্যাপক মো: আবুল খায়ের আলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের প্রদর্শক হাফিজুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নগেন্দ্র দেবনাথ, মো: সাইফুর ইসলাম, মো: সাব্বির আহমদ, দাতা সদস্য আনোয়ার হোসেন আনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সদস্য লাভলী বেগম, স্বপন চন্দ্র নাথ, ফিরোজা সুলতানা, মো: জোয়াদ খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী গুন, জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বাবুল, প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল আহমদ হাদিম, জবরুল হোসেন, স্কুল মার্কেট কমিটির সভাপতি কবির আহমদ লিটন।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গৌরাঙ্গ পাত্র, নূরুল ইসলাম, মাসুদ আলী মাসুম, গিয়াস মিয়া, ফরিদ মিয়া, মায়া বেগম, ফারহানা আক্তার, সালমা বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ। গীতাপাঠ করেন অরবিন্দু দেবনাথ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ