দেশ থিয়েটার নাট্য দলের নেতৃত্বে কামরান ও কামাল

প্রকাশিত:রবিবার, ১১ ডিসে ২০২২ ০৫:১২

সুরমাভিউ:-  দেশ থিয়েটার সিলেট নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।দেশ থিয়েটার সিলেট এর বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়, সভায় নতুন নেতৃত্বের কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন এ কমিটির সভাপতি মো কামাল আহমেদ দূর্জয় ও সাধারণ সম্পাদক মো ইমতিয়াজ কামরান তালুকদার।

উপদেষ্টামন্ডলীর সদস্য সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ রানা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট নাট্যকার ও সংগঠক খান শওকত।

দেশ থিয়েটার সিলেট এর বার্ষিক রিপোর্ট তুলে ধরেন। নাট্যদলের পথচলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট নিয়ে মন্তব্য প্রকাশ করেন। দেশ থিয়েটার সিলেট এর ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সভাপতি মো: কামাল, সাধারণ সম্পাদক মো: ইমতিয়াজ কামরান তালুকদার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কাবেরী, অর্থ সম্পাদক মো লাহিন আহমেদ, কোষাধ্যক্ষ-হামিদা খান, প্রচার সম্পাদক সালেহ আহমেদ শান্ত, দপ্তর সম্পাদক জিয়া উল হক জিয়া, কার্যনির্বাহী সদস্য, পথিক রাজু, রঞ্জিত দেবনাথ ময়না, বাউল দারা খাঁন, মো: তাহমিম মাহফুজ, মারুফ আহমদ দুলাল, মোঃ আবুল হোসেন, তান্নি চৌধুরী, কেয়া আহমেদ, ফাতেমা তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ