সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মাননা পেল সুনামগঞ্জে’র পানসী রেস্টুরেন্ট

প্রকাশিত:শনিবার, ১০ ডিসে ২০২২ ১০:১২

সুরমাভিউ:-  জাতীয় ভ্যাট দিবস-২০২২ উদযাপন উপলেক্ষ সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে সুনাগঞ্জের মেসার্স পানসী রেস্টুরেন্ট।

‘জাতীয় ভ্যাট দিবস’-২০২২ উদযাপন উপলেক্ষে গতকাল শনিবার নগরীর একটি অভিজাত হোটেল আয়োজিত আলোচনা সভায় ব্যবসা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সুনামগঞ্জ’র ‘মেসার্স পানসী রেস্টুরেন্ট’ কে এই সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১১ জন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। ১০ ডিসেম্বর শনিবার থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভ্যাট দিবস উদযাপন করা হবে।

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন ভ্যাট দিবস অনুষ্ঠানের সভাপত্বি করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য গ্রেড-১ ড. আব্দুল মান্নান শিকদার।

১০ ডিসেম্বর “জাতীয় ভ্যাট দিবস’ এবং ১০-১৫ ডিসেম্বর “জাতীয় ভ্যাট সপ্তাহ” দেশব্যাপী একই সাথে পালিত হচ্ছে। এবারের ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো- “উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি”।

এ সংক্রান্ত আরও সংবাদ