দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বোগলা ইউনিয়নের নোয়াডর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেন মারা গেছেন। বুধবার বিকালে দিকে নোয়াডর নিজ বাড়িতে তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ উপস্থিতিতে দোয়ারাবাজার থানার এস আই সুপ্রাংশু দে দিলু নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বোগলা ইউনিয়নের চেয়ারম্যান মিলন খান, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলীসহ দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা এবং আত্মীয়স্বজনকে রেখে গেছেন।