১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৭ ডিসে ২০২২ ১০:১২
ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে নিয়ে বাংলার ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। এই উন্মাদনা দেখছে পুরো বিশ্ব। ভক্তদের উত্তাপ আর উন্মাদনায় বাংলার বিভিন্ন এলাকার বাড়ি, গাড়ি, সড়ক ও সেতু সাজানো হয়েছে পছন্দের দলের পতাকার রঙে।
এবার সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে কুমিল্লার বরুড়া উপজেলার তরুণ সুশান্ত কুমার দে।
লিওনেল মেসিদের বড় ভক্ত এই তরুণ উন্মাদনা ছড়াতে নিজের বিয়ের অনুষ্ঠানের গেট সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। তবে মজার ব্যাপার হলো, আর্জেন্টিনার পতাকার রঙে যেই ডেকোরেটর মালিক গেটটি সাজিয়েছেন, তিনি আবার ব্রাজিলের সমর্থক। এরই মধ্যে গেটটি দেখতে বিয়েবাড়ির সামনে ভিড় করছেন বিভিন্ন এলাকার লোকজন। এতে নিজের বিয়ের আনন্দ আরো বেড়েছে বলে জানিয়েছেন সুশান্ত কুমার দে।
সুশান্ত বরুড়া উপজেলায় কাসেড্ডা গ্রামের বাসিন্দা। আজ বুধবার তার গায়েহলুদ অনুষ্ঠান। আর বৃহস্পতিবার বিয়ে। বিয়ের তিন দিন আগেই এমন গেট নির্মাণ করে এরই মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছেন তিনি।
সুশান্ত জানান, তিনি ঢাকায় ব্যবসা করেন। ছোটবেলা থেকে মেসির ভক্ত। এলাকার বড় ভাইদের সঙ্গে বসে মেসির খেলা দেখেই তার কঠিন ভক্ত হয়ে যান তিনি। তাই নিজের বিয়ের গেট আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর পরিকল্পনা করেন।
তিনি বলেন, “আমি একা নই, আমার বড় ভাই প্রশান্ত কুমার দেও আর্জেন্টিনার একজন পাগলা সাপোর্টার। তাই পরিবারের সকলের সঙ্গে আলোচনা করেই এমন গেট নির্মাণ করেছি।”
সুশান্তের বড় ভাই প্রশান্ত কুমার বলেন, আমাদের বাবা স্বপন কুমার দেও আর্জেন্টিনার ভক্ত। বলা চলে পুরো পরিবারই আর্জেন্টিনার ভক্ত।
প্রশান্ত ও সুশান্ত দুই ভাই মজার ছলে বলেন, বিয়েতে এই গেট নির্মাণ করেছেন যেই ডেকোরেট প্রতিষ্ঠান সেটির মালিক হলেন জুবায়ের আহমেদ, তিনি তাদের পাশের গ্রামের বাসিন্দা। মজার ব্যাপার হলো তিনি ব্রাজিলের অন্ধ সমর্থক।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766