জসিম উদ্দিন, জুড়ী:- রুম টু রিড একটি এনজিও সংস্থা যা বাংলাদেশের দরিদ্র ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে। জুড়ী ও কুলাউড়া উপজেলায় ১০০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২১০০ ছাত্রছাত্রী এবং জুড়ী উপজেলায় ৮ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ জন ছাত্রীদের সার্বিক সহযোগিতা ও অর্থপ্রদান করে থাকে।কিভাবে নিজের সুরক্ষা নিজেই করা যায় তা বাস্তবায়নে সারা দেশে কাজ করে আসছে।
তার ধারাবাহিকতায় আজ (৬ ডিসেম্বর) মঙ্গলবার জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯ জন ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করে। রুম টু রিড এর সোশাল মোবিলাইজার সৈয়দা শারিকা আরেফিন,পারমিতা দাশ এর নেতৃত্বে ছাত্রীদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, সহকারি প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ, মোঃ নজরুল ইসলাম, আকলিমা বেগম, গৌরাঙ্গ দেব নাথ, মোঃ আব্দুল মান্নান, হোসনারা বেগম, শহীদুল ইসলাম ভূইয়া, মোঃ মুহিবুর রহমান, শিউলি রানী দে, সেলিম আহমদ, সুজন রুদ্র পাল, মিনতী রানী, নাজিরা আক্তার নাজু, মাছুম আহমদ, অনুরাধা দে প্রমুখ।
প্রধান শিক্ষক ইসহাক আলী দরিদ্র ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করায় রুম টু রিডকে ধন্যবাদ জানান।