ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন এম.এ. তামিম, মাজার জিয়ারত

প্রকাশিত:সোমবার, ০৫ ডিসে ২০২২ ০৮:১২

সুরমাভিউ:-  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন সিলেটের এম.এ. তামিম সিদ্দিকী। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মাজার জিয়ারত করেন।

পরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় এম.এ. তামিম সিদ্দিকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা করে তিনি।

শুভেচ্ছা বিনিময় ও মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান রাব্বি, মুন্না আহমেদ, মোহাম্মদ রায়হান, রবিন আহমদ, মামুন আল হাসান অপু, তাসনিম আবেদিন, মহানগর ছাত্রলীগ নেতা আব্দুর কাদির মাহফুজ, সাদিক রহমান, তায়েফ হোসাইন, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ, সদস্য ফাহিম আহমেদ, শাহরিয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শামসুল ইসলাম, সাকের আহমেদ, সামাজিক সংগঠক তারেক উদ্দিন, সাহেদুর রহমান রনি। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ