১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৪ ডিসে ২০২২ ০৮:১২
স্টাফ রিপোর্টার:- শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-নূরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও স্ত্রী মাসুমা আক্তার। বৃহস্পতিবার দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
২০১৭ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন মো. মুখলিছ মিয়া। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেবন মিয়া। বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তাই তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। এদিকে নির্বাচনে স্বামী-স্ত্রীর চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
স্ত্রীর মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মো. মুখলিছ মিয়া বলেন, আমার বিরুদ্ধে বহু আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইকালে কোনো সমস্যা না হয়, তাহলে আমার স্ত্রী মাসুমা আক্তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766