কোম্পানীগঞ্জে আইটিইএস বিজনেস লিডার প্রশিক্ষণ

প্রকাশিত:শনিবার, ০৩ ডিসে ২০২২ ০৪:১২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ দিন ব্যাপী ব্যবসায়ী উদ্যোগক্তাগণের জন্য আইটিইএস বিজনেস সার্ভিস লিডার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ব্যবসার সাথে সম্পর্কিত ৩০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ।

শনিবার (৩ ডিসেম্বর) এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রশিক্ষণে কারিগরি সহযোগিতা করে উপজেলা আইসিটি অফিস।

৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা আইসিটি অফিসার নাঈম হাসান।

অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ