কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হলেন সিলেটের আবির আল-আজাদ মুন্না

প্রকাশিত:শনিবার, ০৩ ডিসে ২০২২ ০৭:১২

সুরমাভিউ:-  বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের ছাত্রলীগ নেতা আবির আল-আজাদ মুন্না। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত চিঠিতে তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। বাংলাদেশ ছাত্রলীগেত দপ্তর সেল থেকে এই চিঠি হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হলো।

আবির আল-আজাদ মুন্নার সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আবুল কালাম আল-আজাদের সন্তান। তিনি সিলেট শহরের শিবগঞ্জে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি সিলেটের প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ছাত্র। তিনি দীর্ঘদিন থেকে সিলেট মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ