ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী ফেঞ্চুগঞ্জ খেলতে আসছে কাল

প্রকাশিত:শুক্রবার, ০২ ডিসে ২০২২ ১০:১২

নিজস্ব প্রতিবেদক:-  দেশের সুপরিচিত ও জনপ্রিয় ফুটবল দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসছে আগামীকাল শনিবার।

উপজেলার সার কারখানা মাঠে এমপি হাবিবুর রহমান একাদশের সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় মাঠে নামবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক কমিটির আহ্বায়ক জুবেদ আহমদ চৌধুরী।

তিনি জানান ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব একাদশ ফুটবল টিমের খেলা হবে। যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার লক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি উপভোগ করার জন্য সকল ক্রীড়ামোধিদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ