৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৯ নভে ২০২২ ০৯:১১
সুরমাভিউ:- দরিদ্র মেধাবী শিক্ষার্থী পাভেল আহমদকে আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন শিক্ষার্থীদের পাশে সারা বাংলা। সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সংগঠনের পক্ষে সভাপতি মোঃ রাশেদ নেওয়াজ সহ মডারেটর ও সদস্যবৃন্দ তার মায়ের হাতে অর্থ তুলে দেন। পাভেল সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ মেধাবী শিক্ষার্থী পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে গত ১১ নভেম্বর বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন পাভেল আহমদ এবং বর্তমানে সে আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে জীবনের সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তার জানিয়েছে পাভেলের চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন।
পরে এই মেধাবী শিক্ষার্থীর অসহায়ত্বের কথা জানতে পারেন শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় নেতৃবৃন্দ তার পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এবং সমাজের বিত্তবানদের তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি নং ১২০৬৮) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ নেওয়াজ সহ সংগঠনের মডারেটর ও সদস্যবৃন্দ। উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী পাভেল আহমদ সিলাম রুস্তুমপুর গ্রামের সুরাত আলী ছেলে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766