জুড়ী উপজেলায় এসএসসিতে ৬৮.৭৭ ও দাখিলে ৭৯.২২ ভাগ উত্তীর্ণ

প্রকাশিত:সোমবার, ২৮ নভে ২০২২ ০৬:১১

জসিম উদ্দিন, জুড়ী:-  এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আজ ২৮ নভেম্বর সোমবার প্রকাশিত হয়েছে।জুড়ী উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯০৫ জন পরীক্ষার্থী এবং দাখিল পর্যায়ে  ৮টি মাদরাসার ৪০৪ জন পরীক্ষার্থী  অংশগ্রহন করে।
মোট পরীক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১৩১০ জন এবং দাখিল শাখায় ৩২০ জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৭৩টি এবং মাদরাসা পর্যায়ে ৮ টি A+ আসে।জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৯৪ জনের মধ্যে ২৩১ জন উত্তীর্ণ হয়েছে পাসের হার ৭৮.৫৭। মোট ২৭জন A+ পেয়েছে। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ১৩৩ জনের মধ্যে ১১৭ জন উত্তীর্ণ হয়েছে।পাসের হার ৮৭.৯৭।মোট ১৮টি A+ পেয়েছে। মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪২ জনে ১০১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১.১৩।মোট ১১ জন A+ পেয়েছে। জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ১৭০ জনে ১৪৪ জন উত্তীর্ণ। পাসের হার ৮৪.৭১।মোট ৪ জন  A+ পেয়েছে।ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ২২৭ জনে উত্তীর্ণ ১৩১ জন। পাসের হার ৫৮.১৫।সাগরনাল উচ্চ বিদ্যালয় ১১৮ জনে উত্তীর্ণ ৫৪ জন। পাসের হার ৪৫.৭৬।হোছন আলী উচ্চ বিদ্যালয় ৬৬ জনে ৫০ জন উত্তীর্ণ। পাসের হার ৭৫.৭৬।১ জন A+ পেয়েছে। কচুরগুল উচ্চ বিদ্যালয় ৫১ জনে ২৬ জন উত্তীর্ন। পাসের হার ৫০.৯৮। মোট ১ জন A+ পেয়েছে।এম সাইফুর রহমান মনোহর আলী উচ্চ বিদ্যালয় ৭৩ জনে উত্তীর্ন। পাসের হার ৬৫.৭৫।ছোট ধামাই উচ্চ বিদ্যালয় ৮০জনে ৪৯ জন উত্তীর্ণ।পাসের হার ৬১.২৫।নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় ১৫২ জনে ১০৫ জন উত্তীর্ন। পাসের হার ৬৯.০৮ জন। মোট ৫ জন A+  পেয়েছে।জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয় ৪৬ জনে ২১ জন উত্তীর্ণ। পাসের হার ৪৫.৬৫।শিলুয়া উচ্চ বিদ্যালয় ১০৪ জনে ৮৭ জন উত্তীর্ণ। পাসের হার ৮৩.৬৫।মোট ৪ জন A+ পেয়েছে। পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় ১০৭ জনে ৭৫ জন উত্তীর্ন। পাসের হার ৭০.০৯।রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় ১০৬ জনে ৪৮ জন উত্তীর্ন। পাসের হার ৪৫.২৮। হাজী সোনা মিয়া উচ্চ বিদ্যালয় ৩৬ জনে ২২ জন উত্তীর্ণ। পাসের হার ৬১.১১। মাধ্যমিক পর্যায়ে মোট  ৭৩ টি পেয়েছে এবং অকৃতকার্য হয়েছে ৫৯৫ জন।
মাদরাসা পর্যায়ে নয়াগ্রাম দাখিল মাদ্রাসা ৩৯ জনে ৩৭ জন উত্তীর্ন। পাসের হার ৯৪.৮৭।মোট ৫ জন A+ পেয়েছে।নয়াবাজার দাখিল মাদ্রাসা ৮৪ জনে ৬৬ জন উত্তীর্ণ।পাসের হার ৭৮.৫৭।মোট ১ জন A+ পেয়েছে।সাগরনাল দাখিল মাদ্রাসা ১১২ জনে ৮৭ জন উত্তীর্ন। পাসের হার৭৭.৬৮।মোট ১ জন A+ পেয়েছে। শাহখাকী দাখিল মাদ্রাসা ৩১ জনে ২৯ জন উত্তীর্ন। পাসের হার ৯৩.৫৫।মোট ১ জন A+ পেয়েছে। জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা ৬৭ জনে ৪৯ জন উত্তীর্ন। পাসের হার ৭৩.১৩।শাহপুর দাখিল মাদরাসা ২৯ জনে ১৬ জন উত্তীর্ণ পাসের হার ৫৫.১৭।শাহপুর মহিলা মাদ্রাসা ২৬ জনে ২১ জন উত্তীর্ন।পাসের হার ৮০.৭৭। মুছাওয়ায়ীর দাখিল মাদরাসা ২৬ জনে ২৫ জন উত্তীর্ন। পাসের হার ৯৩.৭৫। মোট ৮ জন A+ পেয়েছে। মোট ৮৪ জন অকৃতকার্য হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ