সিলেট মহানগর বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম কারাগারে

প্রকাশিত:রবিবার, ২৭ নভে ২০২২ ০২:১১

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আবেদন নামঞ্জুর করে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি নাশকতা মামলায় বদরুজ্জামান সেলিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন।

এ সংক্রান্ত আরও সংবাদ