বিশ্বনাথে প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান : জাহেদ চৌধুরী

প্রকাশিত:রবিবার, ২৭ নভে ২০২২ ০৬:১১

বিশ্বনাথ প্রতিনিধি:-  বিশ্বনাথের কৃতি সন্তান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ল্যান্সবেরি ওয়ার্ডের কাউন্সিলর জাহেদ চৌধুরী বলেছেন, বিশ্বনাথ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশ ও প্রবাসে এই প্রেসক্লাবের সাংবাদিকদের অনেক সুনাম রয়েছে। যা বিশ্বনাথবাসীর জন্য গৌরবের।

প্রেসক্লাবের সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-বিদেশে যে সুনাম অর্জন করেছেন। শনিবার (২৬ নভেম্বর) রাতে প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচানায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান ও রফিকুল ইসলাম জুবায়ের।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন ও স্বাগত বক্তব্য প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী শিপন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন মো. আবুল কাশেম।

এ সংক্রান্ত আরও সংবাদ