মক্কা আওয়ামী সেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিত:শনিবার, ২৬ নভে ২০২২ ০৮:১১

সেলিম আহমেদ,সৌদি আরব থেকে:-  ২০ নভেম্বর রবিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয় । মক্কা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি । এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি মনিরুল আলম অনির ও সাধারণ সম্পাদক মোঃ নবীন খানকে মক্কা সেচ্ছা সেবকলীগের দায়িত্ব দেওয়া হয় ।

কমিটিতে ৭ জন সহসভাপতি , ২ যুগ্ম সাধারণ সম্পাদক , ২ জন সাংগঠনিক সম্পাদক । পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন সিনিয়র সহসভাপতি মোঃ সাঈদ খোকন , সহসভাপতি আলাউদ্দিন খান, মনিরুজ্জামান, আজিজুল হক আজিজ, সৈয়দুল হক, মেহেদি হাসান ইমন । যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাসেল শেখ। সাংগঠনিক সম্পাদক এম এ সালাম , ওয়াহিদুল আলম চৌধুরী, মোঃ সাদ্দাম । প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক শামীম মিয়া , অর্থ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক জোবাইর রানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, স্বস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নুরুল আজিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ডালি সজিব, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক নুরুল আমিন মুন্না, প্রবাসী কল্যান বিশয়ক সম্পাদক, উজ্জ্বল তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাজান প্রধান, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ সরকার, জনসংযোগ বিশয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ লুতফা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জাহাংগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গোলাম মোর্তুজা সুমন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রফিক মিয়া, উপ’-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। উপ- আইন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মোল্লা, উপ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাজেদা।

এছাড়া মক্কা সেচ্ছাসেবক লীগ কমিটিতে ৫ জন উপদেষ্টা রয়েছেন, মোঃ আছলাম সেলিম, সেলিম মুন্সি, বেলাল হোসেন পাটোয়ারী, নুরুল ইসলাম কুতুবী প্রমুখ।

মক্কা সেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়ে সভাপতি ও সধারন সম্পাদক সর্ব প্রথম কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন আমরা এই কমিটির নবনির্বাচিত সকল সদস্য নিষ্ঠা শৃঙ্খলা আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব করব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্তএকটি উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে বলে জানান।