১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ নভে ২০২২ ০৬:১১
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রোমোটিং ওয়াশ কর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়াকার্স ইন বাংলাদেশ প্রকল্প “অগ্রগতি ও করনীয়’’ শীর্ষক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভানুলাল রায়।
উপজেলা নির্বাহী আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও আইডিয়ার ট্যাকনিক্যাল অফিসার মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন মৃনাল কান্তি দাস সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
সিমাভী ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগীতায় প্রতিষ্ঠানের কার্যক্রম, সাফল্য, অগ্রগতি ও করনীয় বিষয়ে প্রোজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন আইডিয়া ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পাবলিক হেলথ এর উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ সারর্থী সিংহ, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌদুরী, টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কোর্ডঅডিনেট পারভেজ কৈরী, সাংবাদিক কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমদ, শ্রমিক নেতা পস্কজ কুন্দ ও সাতগাঁও ইউনিয়ন পরিষদের সচিব রবিন্দ্র দেব প্রমুখ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শ্রমিক প্রতিনিধি, শিক্ষকপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766