সামাদের মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

প্রকাশিত:বুধবার, ২৩ নভে ২০২২ ০৯:১১

সামাদের মৃত্যুতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

সুুরমাভিউ:-  বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বুধবার এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুম আব্দুস সামাদের আত্বার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুস সামাদের মৃত্যুতে বিয়ানীবাজার স্বেচ্ছাসেবক দলের ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। সামাদ ছিলেন নিলোর্ভ ও দলের প্রতি নিবেদিত প্রাণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে তার অবস্থান ছিল সোচ্চার।

উল্লেখ্য যে, সোমবার রাতে আব্দুস সামাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পথে প্রতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার হোসেন সুমন, সদস্য সচিব আফজল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ