কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন : ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ

প্রকাশিত:বুধবার, ২৩ নভে ২০২২ ০৮:১১

কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন : ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ

সুরমাভিউ:-  সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ বলেন, কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন। একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘ দিন সিলেটে দায়িত্ব পালন করছেন। আগামী দিনের কর্মকর্তাদের জন্য তিনি অনুকরণীয় হয়ে থাকবেন। আমরা একজন যোগ্য, সৎ, আর্দশবান অফিসারকে বিদায় সংবর্ধনা জানাচ্ছি, যিনি ভালোবাসা দিয়ে সকলের মনকে জয় করেছেন। আমরা দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যত কামনা করি।

(২৩ নভেম্বর) বুধবার বিকাল ৪টায় বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সর্বস্থরের ডাক কর্মচারীবৃন্দের উদ্যোগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী এর বদলী জনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার (ট্রেজারী) সুদীপ ঘোষের সভাপতিত্বে ও সিলেট প্রধান ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক রুনু চক্রবর্তীর পরিচালনায় সংবধির্ত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী।

সুজিত চক্রবর্তী তার বক্তব্যে সিলেট প্রধান ডাকঘরের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আমার কর্মময় দিনগুলোতে আপনাদের সার্বিক সহযোগিতা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা এবং দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মো: রফিকুল ইসলাম। গীতা পাঠ করেন প্রশাসন শাখার ডেপুটি পোস্টমাস্টার বিপুল চন্দ্র মালাকার। মানপত্র পাঠ করেন সিলেট প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর খাদিজা ইয়াসমিন খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সুপার মলয় কান্তি সরকার, মো: বদিউজ্জামান, কুলাউড়া উপ-বিভাগের পরিদর্শক লিপ্টন রঞ্জন রায়, সিলেট প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার বিপুল চন্দ্র মালাকার, সহকারী পোস্ট মাস্টার ও উপজেলা পোস্ট মাস্টার এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সৈয়দ মুত্তাকিম আলী, পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মধুসুদন বনিক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান পাঠান, পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ ও আংশিক মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক দুলন রঞ্জন দেব, সিলেট প্রধান ডাকঘরের লেপক রঞ্জন তালুকদার, সহকারী পোস্টমাস্টার মনোয়ার হোসেন, পোস্টাল অপারেটর মো: ফখরুজ্জামান, আবু তাহের, পোস্টম্যান মো: ফুকন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী ও প্রধান অতিথি সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহকে সর্বস্তরের ডাক কর্মচারীদের পক্ষ থেকে ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ