মৌলভীবাজারের জুড়ীতে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত:মঙ্গলবার, ২২ নভে ২০২২ ১১:১১

মৌলভীবাজারের জুড়ীতে ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ১
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রাম থেকে ২৫ পিস ইয়াবা এবং এক বোতল ফেনসিডিলসহ কামরুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এসআই মোঃ মহসিন তালুকদার সঙ্গীয় এএসআই কামাল হোসেনসহ পুলিশের একটি টিম সোমবার দিবাগত রাতে দক্ষিণ সাগরনাল গ্রামের  কামরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়,কামরুল ইসলামকে তল্লাশী করে তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার ঘরের সাথে সংযুক্ত বাথরুম থেকে কালো রঙের পলিথিনের ভেতর দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বোতল খালি পাওয়া যায়।
গ্রেফতারকৃত কামরুলে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ