১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২০ নভে ২০২২ ১০:১১
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ নভেম্বর) মৌলবীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগানের পাশে ভবানপুর নামকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও রিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। এসময় অবৈধভাবে ছড়া থেকে বালু উত্তোলনের অপরাধে ফয়সল নামের এক বালু ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফয়সল নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকরে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766