শাহপরান জামেয়ার প্রবাসীদের অর্থায়নে পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত:রবিবার, ২০ নভে ২০২২ ১১:১১

শাহপরান জামেয়ার প্রবাসীদের অর্থায়নে পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুরমাভিউ:-  সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লাস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহপরান জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় প্রবাসীদের অর্থায়নে পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে গত রোববার (২০ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এডুকেশন সোসাইটির সহ সভাপতি শহীদ আহমদ চৌধুরী সাজু।

এসময় তিনি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের রয়েছে অসাধারণ ভূমিকা। তারা চাইলে যেকোনো এলাকাকে সম্মিলিতভাবে উন্নত করে তুলতে পারেন। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশ তথা সভ্য জাতি গঠনে তারা নিয়ামক হিসেবে কাজ করেন। সমাজসেবার পাশাপাশি প্রবাসীদেরকে মসজিদ-মাদরাসা নির্মাণে সহযোগিতায় এগিয়ে আসা উচিত। মাদরাসার নতুন ভবন নির্মাণে প্রবাসীদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান দাখিল মাদরাসার সুপার মাওলানা আসাদুর রহমান, সহ সুপার মাওলানা আবু সালেহ মুসা, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা নুরুজ্জামান, এরশাদ আহমদ, মাদরাসার শিক্ষক রাবেয়া খাতুন, সুফিয়া খাতুন, আনজুমান আরা, আব্দুল মালিক প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত করেন মোনাজাত করেন মাওলানা আব্দুল হাই। দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ