১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২০ নভে ২০২২ ১০:১১
সুরমাভিউ:- যুক্তরাজ্য সান্ডারল্যান্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ কামরান হোসেনকে সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (১৯ নভেম্বর) শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, ‘প্রবাসে অবস্থান করেও মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করছেন সৈয়দ কামরান হোসেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে যাচ্ছেন, প্রবাসী এই যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন, প্রবাসে রাষ্ট্র নায়ক শেখা হাসিনার হাতকে ও যুবলীগকে শক্তিশালী করতে সৈয়দ কামরান হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এজন্য আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সৈয়দ কামরান হোসেন একজন পরিক্ষিত মুজিব সৈনিক জীবন জিবীকার তাগিদে প্রবাসে থেকেও তিনি যেভাবে দেশ ও দলের জন্য কাজ করে যাচ্ছেন তা অত্যান্ত প্রশংসনীয়, তিনি বলেন সৈয়দ কামরান হোসেন দেশ ও দলের জন্য সর্বদা কটোর পরিশ্রম করে যাচ্ছেন, তার এই ত্যাগ ও পরিশ্র আমাদের অনুপ্রেরণা দেবে। আমরা তাহার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য যুবলীগ নেতা সৈয়দ কামরান হোসেন তার বক্তব্যে প্রথমেই সিলেট মহানগর যুবলীগকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজকে সিলেট মহানগর যুবলীগ আমার মতো ক্ষুদে একজন কর্মীকে যে ভাবে সম্মান ও ভালোবাসা দিয়েছে তা আমার কাছে সত্যি আনন্দের ও গর্বের, তিনি বলেন আমরা যে যেখানেই থাকি আমরা সবসময় দেশ ও জনগনের কল্যাণে কাজ করতে হবে, এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
সিলেট মহানগর যুবলীগ নেতা এর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্নার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফয়ছল আজাদ খান, আমিনুল ইসলাম সোহেল, ফারুকুল ইসলাম ফারুক, মুছাদ্দেক নবী, সাকারিয়া হোসেন শাকির, জিয়াউল হক জিয়া, এড, জহিরুল ইসলাম রিপন, রুহুল আমিন, নাজমুল ইসলাম চৌধুরী, এড রাশেদ কামালি, আবির হাসান রানা, শেখ রেজাউল করিম হাসান, আল মুমিন, ইব্রাহিম আহিমদ জেসি, মাসুক আহমদ, সাদিকুর রহমান সোহাগ, সুমন মনসুর, অমিত জিত, সুলতান আহমদ, অমিতাব, সাজু আহমদ, মোবারক আহমদ, আংশু, মিঠুন, ভক্ত, জীবন আহমদ, সাকিল আহমদ প্রমুখ।
এসময় সিলেট মহানগর যুবলীগের অন্তভূক্ত ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766