প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গল এর আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আই ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএনএসবি সদস্য অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, ডাঃ সত্যকাম চক্রবর্তী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিএনএসবি’র ডাঃ চন্দ্র সরকার কর, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আবদুল বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ সভাপতি কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, অর্থ সম্পাদক সৈয়দ সায়েদ আহমেদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ উপস্থিত ছিলেন।