দোয়ারাবাজারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের সাজা
প্রকাশিত:শুক্রবার, ১৮ নভে ২০২২ ০৯:১১
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ যুবককে সাজা দেয়া হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টায় এ সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় উপজেলা সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামের দক্ষিণ বড়বন্দ গ্রামের মৃত আব্দুল ছাত্তার ছেলে রাকিব (৫০),বড়বন্দ গ্রামের মৃত নূর ইসলামের ছেলে জাহিদ হোসেন(২৬) ও পূর্ব মাছিমপুর গ্রামের মুস্থাক আহমেদের ছেলে শাওন আহমেদ (২৬),একই গ্রামের মৃত ইউসৃফ আলীর ছেলে বাবুল মিয়া(৫০),বীরু আহমেদ কে (২৮) মাদক সেবনের সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ ও সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতায় তাদের আটক করে।
সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদক আইনে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ২ হাজার টাকা,তিন জনকে ১ শত টাকা এবং একজনকে ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।