সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবো : এডভোকেট নাসির উদ্দিন খান

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ নভে ২০২২ ০৭:১১

সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবো : এডভোকেট নাসির উদ্দিন খান

সুরমাভিউ:-  সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

তিনি আজ বৃহস্পতিবার দুপুর ২ঘটিকায় ১১টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন সততা ও নিষ্ঠার সাথে জনকল্যানে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী “গ্রাম হবে শহর” এই কনসেপ্টকে গ্রহন করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদকে সমন্বয় করে জেলায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবেন।

নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলা বারের পিপি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, ইমজা’র সহ-সভাপতি দ্বিগেন সিং , ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতেন ফয়সল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ