বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা সম্পন্ন
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ নভে ২০২২ ০৯:১১
সুরমাভিউ:- ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা আজ (১৭ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঘটিকায় দক্ষিণ বিয়ানীবাজার নিউ মোস্তফা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মাওলানা শরীফুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, পৌর যুব জমিয়ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আলম।
অনুষ্ঠিত এ সভায় বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের বিগত ১ বছরের কার্যক্রম ও আয় ব্যয় এর প্রতিবেদন রিপোর্ট পেশ করেন শাখা সেক্রেটারি আসাদুজ্জামান।
অতিথিরা তাদের বক্তব্যে পৌর শাখার নিয়মতান্ত্রিক কার্যক্রমের প্রসংসা করেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড প্রতিনিধিরা তাদের অনুভূতি পেশ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌর শাখার দায়িত্বশীল ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল,সদস্যবৃন্দ।