৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৬ নভে ২০২২ ১২:১১
সুরমা ভিউ ডেস্ক:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বাড়িতে অনুষ্টিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশন না করে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা মন্ত্রীর মতামত নিয়ে সিতাংশু শেখর ধর কে সভাপতি, হাসনাত হোসেন কে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব। তিনি ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক এপিএস। ঘোষিত কমিটি নিয়ে নেতাকর্মীদের নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এদিকে গত ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হওয়া দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন চলাকালীন সময়ে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই গ্রুপের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি,ইট-পাক্কেল নিক্ষেপ করা হয়। এই সময় ষ্টেইজে বসা কেন্দ্রীয় নেতারা চেয়ার দিয়ে নিজেদের আত্মরক্ষা করতে দেখা যায়। এরপর দিনই শান্তিগঞ্জ উপজেলা কমিটি নিয়ে আবারো প্রশ্নবিদ্ধ হয়েছে আওয়ামীলীগ। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। রাত পোহালেই জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766