গোলাপগঞ্জে আরডিএস সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ নভে ২০২২ ০৭:১১

গোলাপগঞ্জে আরডিএস সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে আরডিএস সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আরডিএস এর উর্ধতন কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ শাাহিনুর ইসলাম শাহীন, উপজেলা কৃষি অফিসার মাসরাফুল হক, সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বাদেপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ফরাজদুক ভূইয়া, ডিজিটাল কনটেন্ট উপস্থাপন করেন প্রকল্পের গোলাপগঞ্জ উপজেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল জলিল, সূচনা প্রকল্পের সুবিধাভুগী শাহিনা আক্তার, কৃষ্ণা রাণী, সুফিয়া বেগম, খাদিজা আক্তার, শিল্পী বেগম, শেফালী বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ