৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৩ নভে ২০২২ ০৮:১১
সুরমাভিউ:- স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে শনিবার দুপুরে জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি এলাকায় দুঃস্থ নারীদের মধ্যে হাঁস বিতরণ, আয়মুলক কাজের জন্য আর্থিক সহায়তা এবং সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের আয়োজনে নারীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র অসহায় নারীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ইউকে প্রতিষ্ঠিত আরবী শিক্ষা কেন্দ্রে স্থানীয় যুব সমাজের সহযোগিতায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মরহুম এম এ মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিরনী বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারপার্সন কামরুন্নেসা মতিন শোভার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।
সভাপতির বক্তব্যে শোভা মতিন বলেন, আমাদের ঘরে বসে মূলবান সময় নষ্ট করার প্রবনতা বন্ধ করতে হবে। নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থান সৃষ্টি করে নিজের জীবনকে উন্নত করতে হবে। আমরা সবাই শ্রমের মর্যাদা দিয়ে পরিশ্রমের মাধ্যমে দারিদ্র বিমোচন করতে হবে। আমরা বিশ্বাস করি কাজে কোনো লজ্জা নেই। তাই কাজ করলে অবশ্যই কর্মফল উপভোগ করা যাবে।
উপস্থিত ছিলেন, সমাজসেবী সাইফুল ইসলাম খান কয়েছ, তানভির আহমদ, সাংবাদিক আব্দুল মজিদ, পল্লব ভট্টাচার্য্য, সংগঠক সাব্বির আহমদ, মেহেদী হাসান, আব্দুর রহমান জামিল, জসিম আহমদ, সাজু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766