মৌলভীবাজারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:শনিবার, ১২ নভে ২০২২ ০৯:১১

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:-  দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলা ও সিলেটে দৈনিক একাত্তর পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে “শেরপুর প্রেসক্লাব” মৌলভীবাজার এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুর মুক্তিযাদ্ধা চত্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমেদ আজাদ, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি কাঞ্চন ভৌমিক, যুগ্ম সম্পাদক শেখ সাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ, প্রচার সম্পাদক রিপন মিয়া, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন সাজু, সদস্য মাজহারুল ইসলাম রকি, আব্দুল আলীম, ফাহাদ আহমেদ শিপন, এহিয়া আহমেদ, সাংবাদিক গহর মোঃ জাওয়াদ, সাংবাদিক ওলি আহমেদ মাহিন, নূরে ফাউন্ডেশনের সভাপতি পারভেজ মিয়া, আশরাফ মিয়া, পারভেজ আহমেদ, সাম্মু চৌধুরী, খাইরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ