১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ নভে ২০২২ ০৪:১১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুবলীগের মহাসমাবেশে এসে অসুস্থ হয়ে মারা গেছেন রাজশাহী জেলার যুবলীগের এক নেতা। তার নাম জিন্নাত আলী হারুন (৪৫)। তিনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি। শুক্রবার দুপুরে দিকে সমাবেশে যোগ দেন তিনি। এরপরই অসুস্থ হয়ে মারা যান।
তীব্র রোদের তাপে অসুস্থ হয়ে পড়েন জিন্নাত আলী হারুন। সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন
এদিকে সমাবেশে যোগ দিয়ে মোহনপুর উপজেলার যুবলীগের সহসভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলন (৪২) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। হারুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।
শুক্রবার সকাল থেকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জুমার নামাজের পর তাদের ঢল নামে। আশপাশের এলাকায় অবস্থান করা নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন মহাসমাবেশে। উদ্যানের আশপাশে চেকপোস্ট বসিয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিটি প্রবেশপথে প্রত্যেককে তল্লাশি করে ঢুকতে দেওয়া হয় সমাবেশস্থলে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766