জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট বিভাগের লিগ্যাল এইড কমিটি গঠন

প্রকাশিত:শুক্রবার, ১১ নভে ২০২২ ০৬:১১

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তবাদী দলের বর্তমান আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের ফলে যে সকল জাতীয়তাবাদী নেতৃবৃন্দ মিথ্যা মামলা মোকদ্দমা এবং হয়রানী শিকার হচ্ছেন তাদের সিলেট বিভাগের বিভিন্ন জেলা আদালত সহ বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইনগত সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট বিভাগের আইনজীবীগণের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে একটি লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এ. জে. মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক পত্রে কমিটিগুলোর অনুমোদন দেন।

কমিটির দায়িত্বশীলরা হলেন, সিলেট জেলা বারের এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন ও এডভোকেট বদরুল আহমদ চৌধুরী। মৌলভীবাজার জেলা বারের এডভোকেট মামুনুর রশীদ ও এডভোকেট বকসি  যোবায়ের। সুনামগঞ্জ জেলা বারের এডভোকেট মাসুক আলম ও এডভোকেট আব্দুল হক। হবিগঞ্জ জেলা বারের শামসু মিয়া চৌধুরী ও এডভোকেট আবুল ফজল।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট এ এন এম আবেদ রাজা,  এডভোকেট মো: আমিনুল ইসলাম, ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, ব্যারিস্টার মাহাদীন চৌধুরী,  ব্যারিস্টার আবিদুল হক আবিদ, এডভোকেট আয়েশা আক্তার, এডভোকেট রেজাউল করিম রেজা, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।

এ সংক্রান্ত আরও সংবাদ