১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ নভে ২০২২ ০৪:১১
কানাইঘাট প্রতিনিধি:- সিলেটের কানাইঘাটে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিয়ে রিয়াজ উদ্দিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে উপজেলার সদর ইউপির বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের পুত্র। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামস্থ গাজী বুরহান উদ্দিন সড়কে এ র্দুঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় নিহত রিয়াজ উদ্দিন পাতা বাহার কয়েল কম্পানীর এসআর পদে চাকুরী করে। সিলেটে কোম্পানীর মিটিং’য়ে যোগ দিতে মটর সাইকেল নিয়ে সকাল ৬টার দিকে বাড়ি থেকে রওয়ানা হয়। এ সময় তার সহকর্মী একই গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র নুর আহমদ ও সামছুদ্দিনের পুত্র ফাহাদ আহমদ সাথে ছিলেন। পথের মধ্যে কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম মসজিদের পাশে আসা মাত্র বাইকের নিয়ন্ত্রন হারান মটর বাইক আরোহী রিয়াজ উদ্দিন।
এ সময় একটি গাছের সাথে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মটর বাইকে থাকা অপর দুইজন নুর আহমদ ও ফাহাদ আহমদ কিছুটা আঘাত পেলেও অনেকটা সুস্থ রয়েছেন বলে জানা গেছে। নিহত রিয়াজ উদ্দিন ৩ বোন ৩ ভাইয়ের মধ্যে বাবার চতুর্থ সন্তান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766