রাজনগরের জয়নাল হত্যা মামলার প্রধান  আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ নভে ২০২২ ০৬:১১

রাজনগরের জয়নাল হত্যা মামলার প্রধান  আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:-  বৃহস্পতিবার  (১০ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া থানার আলোচিত জয়নাল হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ মসনবী উর রাহিম ওরফে মুছাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন গৌরাংগোলা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মুছা  রাজনগর উপজেলার  দত্তগ্রাম জামে মসজিদের ইমাম ছিলো। চার বছর আগে আসামী মুছা  জয়নালের গ্রামের মসজিদে ইমামতি ছেড়ে চলে যায়। সেসময় মুছার সাথে  জয়নালের সু-সম্পর্ক থাকার সুবাধে  তাদের মধ্যে কিছু টাকা পয়সার লেনদেন ছিল। জয়নালের কাছে মুছার কিছু টাকা পাওনা ছিল এবং সেই পাওনা টাকার জন্যই ফল ব্যবসায়ী জয়নাল মিয়াকে খুন করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে মুছা।
গ্রেফতারকৃত আসামী মুছাকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার ৯ নভেম্বর এই মামলার আরো দুই আসামি ১। জয়চণ্ডী ইউনিয়নের ইউপি সদস্য মনু মিয়া(৪৫), ২। শরিফ মিয়া(২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ৭ নভেম্বর পূর্বপরিকল্পনা অনুযায়ী  জয়নাল মিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ