কোম্পানীগঞ্জে শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা উৎসব

প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ নভে ২০২২ ০৬:১১

কোম্পানীগঞ্জে শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা উৎসব

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের ১৮০তম মহারাসলীলা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার মাঝেরগাঁও শ্রী শ্রী জগন্নাথ জিউর প্রাঙ্গণে উদযাপিত হয় এ অনুষ্ঠান।

কোম্পানীগঞ্জ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণধন সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

মণিরাজ সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজমল আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল বিশ্বাস, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ছাতক মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি নিশিকান্ত সিংহ।

আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাধারণ সম্পাদক কাজল সিংহ, ব্যবসায়ী আব্দুল আজিজ, বিজন সরকার, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, মাঝেরগাঁও মন্দির কমিটির সভাপতি সুরেন সিংহ, সাধারণ সম্পাদক নন্দ কুমার সিংহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ