কোম্পানীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ০৯ নভে ২০২২ ০৮:১১

কোম্পানীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। সারা দেশের ন্যায় বুধবার সিলেটের কোম্পানীগঞ্জেও অনুষ্ঠিত হয় এ উদ্ভাবনী মেলা। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর তাদের ডিজিটাল কার্যক্রম নিয়ে হাজির হয়। মেলায় আগত দর্শনার্থীরা সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে অবগত হোন।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডি.এম সাদিক আল শাফিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদা ইয়াসমিন প্রমুখ।

উপজেলা প্রশাসনের সিএ কাম নাজির জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সহকারী প্রোগ্রামার নাঈম হাসান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুর উদ্দিন। গীতা পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার।

বিকাল সাড়ে ৩টায় মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরষ্কার তুলে দেন অতিথিরা। মেলায় প্রথম স্থান অর্জন করে তথ্য আপা। দ্বিতীয় স্থান অর্জন করে উপজেলা ডিজিটাল সেন্টার ও তৃতীয় স্থান অর্জন করে যৌথভাবে তেলিখাল উচ্চ বিদ্যালয় ও থানা সদর উচ্চ বিদ্যালয়। এ ছাড়াও কুইজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সাইন্টিফিক ক্যালকুলেটর পুরষ্কার দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ