১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৮ নভে ২০২২ ১১:১১
সুরমাভিউ:- সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষে সজ্জিত রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও তোরন ভাঙচুর করেছে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা। গত ৬ নভেম্বর মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরে রাতের আঁধারে বিএনপি ও ছাত্রদল সন্ত্রাসীরা এই ভাঙচুর ও তান্ডব চালায়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে ভাঙচুরকারী বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী লীগের প্রতিনিধি সভাকে ভন্ডুল করার জন্য এই সন্ত্রাসী কর্মকান্ড চালায়। নিজেদের দলের আভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়িক দ্বন্ধের কারণে মারা যায় আ.ফ.ম. কামাল। কিন্তু তারা দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও ব্যবসায়িক দ্বন্দ্বকে রাজনৈতিক দ্বন্দ্বে পরিনত করার পায়তারা করছে। এটাই বিএনপির চরিত্র। তারা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে সবসময়ই সিদ্ধহস্ত। কিন্তু সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কোনো ভাবেই তা হতে দেবে না।
ঘটনার পরপরই সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা বিএনপি সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা মিডিয়ার সম্মুখে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আবেগের জায়গা। বিএনপি সন্ত্রাসীরা আমাদের সেই আবেগের জায়গায় আঘাত করেছে, যা কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মেনে নিতে পারে না। শান্তি ও সম্প্রীতির সিলেট নগরীকে অশান্ত করার জন্য বিএনপি সন্ত্রাসীরা পায়তারা করছে। এই সব সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত দুষ্কৃতকারীদের সিলেটের মাটিতে স্থান হতে পারে না। নেতৃবৃন্দ বিএনপি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান। পাশাপাশি বিএনপির নেতৃবৃন্দকেও উদ্দেশ্য করে বলেন, আপনারা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করবেন না। নিজেদের দলকে সঠিক পথে পরিচালিত করুন, তা না হলে আগামী ১৯ নভেম্বর আপনাদের গণসমাবেশসহ সকল কর্মসূচি আমাদের নেতা-কর্মীরা প্রতিহত করতে বাধ্য হবে।
এক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দীন খান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বিএনপি’র এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত ভাংচুরের ঘটনায় সম্পৃক্ত বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এসব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার জন্য কঠোর কর্মসূচী গ্রহণ করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করেনা। নেতৃবৃন্দ মরহুম আ. ফ. ম. কামালের প্রকৃত হত্যাকারীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766