১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৭ নভে ২০২২ ১০:১১
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।স্থানীয় এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।একই তফসিলে দেশের পাঁচটি পৌরসভা ও ৪৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১৮টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট ইভিএমে গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৯ ডিসেম্বর। তিনি আরও জানান, পৌরসভা ও ইউনিয়নে বিভিন্ন পদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য সুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ হালিম বীর প্রতীক গত ২১শে সেপ্টেম্বর-২২ইং তারিখে মূত্যু বরণ করেন। মূত্যু বরণ করার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন সত্যতা নিশ্চিত করেছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766