মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী নিহত, আহত ১

প্রকাশিত:সোমবার, ০৭ নভে ২০২২ ০৮:১১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী নিহত, আহত ১
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিকুল আমিন বোরহান (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হন মাহফুজুর রহমান সাদি (২৪)।
সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক ট্রাফিক পুলিশের কনস্টেবল অসিত দাসকে ক্লোজ করা হয়েছে। রফিকুল আমিন বোরহান মৌলভীবাজার সদর উপজেলার কুচাররমহল এলাকার আব্দুস শহীদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বোরহান ও সাদি মোটরসাইকেল যোগে শহরে আসছিলেন তখন জুগিডর এলাকায় ট্রাফিক পুলিশ তাদেরকে সিগন্যাল দেন, তারা মোটরসাইকেল নিয়ে সিগন্যাল অমান্য করে চলে আসতে চাইলে পুলিশ তাদেরকে ধাওয়া করলে  একটি বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে বোরহানের মৃত্যু হয় ও গুরুত্বর আহত হন মাহফুজুর রহমান সাদি।

এ সংক্রান্ত আরও সংবাদ