কোন ষড়যন্ত্রই গণসমাবেশ ঠেকাতে পারবে না : মিজানুর রহমান চৌধুরী

প্রকাশিত:রবিবার, ০৬ নভে ২০২২ ০৮:১১

কোন ষড়যন্ত্রই গণসমাবেশ ঠেকাতে পারবে না : মিজানুর রহমান চৌধুরী

সুরমাভিউ:-  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আগামী ১৯ নভেম্বর জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগীয় গণসমাবেশ কে কেন্দ্র করে ইতিমধ্যে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্রই গণ সমাবেশ ঠেকাতে পারবে না। পূর্বের গণসমাবেশ গুলোর মত বাস, লঞ্চ এমনকি ট্রেনও বন্ধ করে দিতে পারে এই ফ্যাসিস্ট সরকার। আমাদের যে কোন উপায়ে গণসমাবেশে যোগ দিতে হবে। ১৯ নভেম্বরের গণ সমাবেশ সিলেটের ইতিহাস হয়ে থাকবে। ছাতক-দোয়ারাবাজার সহ প্রতিটি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, দেশের মানুষ এই সরকার কে আর চায় না। তারা দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। বিএনপির  গণসমাবেশ দেখে ভয়ে বেফাঁস কথাবার্তা বলছে আওয়ামীলীগ। এই অবৈধ সরকার কে আর সময় দেয়া হবে না, নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

(৬ নভেম্বর) রবিবার ছাতক উপজেলার নুসরাত কমিউনিটি সেন্টার হলে ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাতক উপজেলা ও পৌরসভা যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহ্বায়ক সদরুল আমিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান সুজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন সাকিল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান, বিএনপি নেতা সামসুল হক মেম্বার, শাহিনুল হক চৌধুরী,  সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবিদুর রহমান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, জেলা যুবদলের সদস্য গাজী মিলটন, ছাতক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, কৃষক দলের যুগ্ম আহবায়ক লিকসন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন আহমদ, ছাতক পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ, আবিদুর রহমান আলা উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ