সিলেটে এসে পৌঁছেছেন আ.লীগে কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত:শনিবার, ০৫ নভে ২০২২ ১১:১১

সিলেটে এসে পৌঁছেছেন আ.লীগে কেন্দ্রীয় নেতারা

সুরমাভিউ:-  সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় অংশ নিতে সিলেট এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপি এবং উপ-দপ্তর সম্পাদক-মোঃ সায়েম খান।

তাদের কে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ জননেতা শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তারা আগামীকাল ৬ই নভেম্বর রোজ রবিবার এবং ৭ই নভেম্বর রোজ সোমবার রিকাবীবাজারস্হ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তব্য রাখবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ