সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ মিশফাক আহমেদ চৌধুরী মিশু আর নেই

প্রকাশিত:শনিবার, ০৫ নভে ২০২২ ০৮:১১

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ মিশফাক আহমেদ চৌধুরী মিশু আর নেই

সুরমাভিউ:-  সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার (৫ নভেম্বর) ভোরে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ এর সাধারণ সম্পাদক রজব কান্তি গুপ্ত। তিনি জানান, আজ শনিবার ভোরে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

মিশফাক আহমেদ চৌধুরী মিশুর হঠাৎ মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ