দোয়ারাবাজার প্রতিনিধি:- বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই পতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় ঘিওর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ সতের বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা এর সভাপতিত্বে ও রিংকু কমার দেব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না।
এসময় সমবায়ীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন মোফাজ্জল হোসেনসহ উপজেলার সমবায় সমিতির কর্মকর্তা, কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে শ্রেষ্ট সমবায়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এর আগে একটি বণার্ঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে